আচিক নিউজ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে কারিতাস সিডস কমর্সূচির উদ্যোগে মাল্টি লেংগুয়াল এডুকেশণ (এমএলই) কোচ ভাষার উপর ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে ।১১ নভেম্বর ২০২১ রাংটিয়া প্রাক প্রাথমিক বিদ্যালয়ে কোচ শিক্ষার্থীদের নিজ ভাষায় শব্দভান্ডার লিপিবদ্ধকরণ ও কোচ ভাষায় প্রকাশিত প্রাক-প্রাথমিক এর বই সংশোধনের জন্য এমএলই স্কুলের শিক্ষক, মাধ্যামিক স্কুল শিক্ষক, কলেজ পডুয়া শিক্ষার্থীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন কোচ সংস্কৃতির সাথে যুক্ত এমন ব্যাক্তিবর্গ এই ওয়ার্কসপে অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, কারিতাস সিডস কর্সূচির আওতায় ৩০ টি গারো ও কোচ ভাষার প্রাক-প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার মধ্যে ৫টি কোচ ভাষার এমএলই স্কুল । কোচ ভাষায় প্রাক-প্রাথমিককের জন্য গত ৮ মার্চ ২০২০ আনুষ্ঠানিক ভাবে আনি করত শিখায়ু (ANI KOROT SIKHAIU) বইটি উদ্বোধন করা হয় এবং ডিসেম্বর ২০২০ এটির দিত্বীয় সংস্করন প্রকাশিত হয় ।