আচিক নিউজ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ( পার্বত্য চট্টগ্রাম ব্যাতীত) শীর্ষক ২০২০-২০২১ অর্থবছরের বরাদ্দকৃত শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ ২৭ জানুয়ারী, বুধবার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহযোগিতায় সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশি, সেক্রেটারী অসীম ম্রং, প্রচার সম্পাদক নন্দ লাল ও উপকারভোগী শিক্ষার্থীসহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করেন। প্রাথমিক শিক্ষা বৃত্তি (১ম-৫ম) ১১ জনকে এককালীন ২৪০০/- টাকা, মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ-১০ম) ৩২ জনকে এককালীন ৩০০০/- টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে (একাদশ/দ্বাদশ) ৩৭ জনকে এককালীন ৪৮০০/- টাকা প্রদান করা হয় । এছাড়াও ১ম-১০ম শ্রেনীর ৫৬ জন শিক্ষার্থীদের খাতা,জ্যামিতি বক্স, পেন্সিল, কলম, স্কুল ব্যাগ, মাস্ক, সাবান দেওয়া হয় এবং ২০ জন শিক্ষার্থীদের বাই সাইকেল দেওয়া হয় ।