আচিক নিউজ ডেস্ক : আগামীকাল ৩রা জানুয়ারি শহীদ পীরেন স্নালের আত্নদানের ১৭তম বার্ষিকী। ২০০৪ সালের ৩রা জানুয়ারি টাঙ্গাইলের মধুপুর উপজেলার জালাবাধা গ্রামের প্রান্তে রাজঘাটি নামক স্থানে ইকোপার্ক বিরোধী আন্দোলনের মিছিলে পুলিশ এবং বনপ্রহরীর গুলিতে জয়নাগাছা গ্রামের পীরেন স্নাল শাহাদাত বরণ করেন। ওই দিন বেদুরিয়া গ্রামের উৎপল নকরেক চির তরে পঙ্গুত্ব বরণ করেন। এছাড়াও আরো অর্ধশতাধিক গারো আদিবাসী গুলিবিদ্ধ হয়।
দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সকালে জয়নাগাছা গ্রামে পীরেন স্নালের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হবে। এরপর জালাবাধা গ্রামের প্রান্তে পীরেন স্নালের স্মৃতিসৌধ ‘কিম্মা’তে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আজিয়ার ব্যানারে জালাবাধা স্পোর্টিং ক্লাব মাঠে আলোচনা অনুষ্ঠান ও শহীদ পীরেন স্নাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানাগেছে। এতে বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জনাব রেমন্ড আরেং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানাগেছে । এছাড়াও বিভিন্ন সংগঠনের ব্যানারে নানাবিধ কর্মসূচি পালিত হবে ।
শহীদ পীরেন স্নালের আত্নদানের ১৭তম বার্ষিকী আগামীকাল
Facebook Comments