লাভলী দিও: শীতের কুয়াশা আর গরম পিঠার স্বাদই আলাদা । ঠিক এমনই সময় আপনাকে সাজিয়ে তুলুন বাহারি শীতের সতেজ কোমল লাবণ্য ত্বক পলকেই আপনাকে নিত্য নতুনের ছোঁয়ায় মনে হবে নব্য প্রজন্মের ডাক । শীতের কোমল ত্বকে নিত্য প্রয়োজন বাড়তি যত্ন , যা শুষ্ক ও রুক্ষ থেকে এড়িয়ে চললে ত্বক
থাকবে লাবণ্যময় ও প্রাণবন্ত ।
সব সময় সূর্যের রশ্মি থেকে সাবধান থাকবেন এর বেগুনী রশ্মি আপনার লালিত লাবণ্যময় ত্বকে আঘাত হানতে পারে যা কাল ও কুৎসিত দেখাবে ।
শীতে ত্বক যত্নের টিপস…
যাঁদের ত্বক একটু বেশী শুষ্ক তাঁরা মধু , কলা , মুলতানি মাটি , চন্দন আর দুধের সর একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে স্নানের আগে ওই প্যাক ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন । শুকিয়ে এলে ঠাণ্ডা জলে ধুয়ে নিন ।তবে এই ফেসপ্যাক লাগানোর পর মুখে কোন একটা সিরাম লাগিয়ে নিলে আরও ভালো হয় । এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে ।
আরও বিস্তারিত জানতে ও শীতের ত্বকের যত্নের টিপস এবং সেবা পেতে যোগাযোগ রাখুন , আমাদের এখানে আপনাকে সাজিয়ে তুলতে সব সেবা পাচ্ছেন (ধামাকা অফার ১০০০/-এর উপরের সেবায় ছাড় দেওয়া হচ্ছে শুধু এই শীতে ) আমাদের দুটি পার্লার এ এই সেবা গুলি নিয়মিত পাবেন ।
রেইস বিউটি কেয়ার,বু্টিক্স এন্ড কসমেটিক্স(বিউটি পার্লার), সাগরিকা,পাহারতলি চট্টগ্রাম এবং
মলি বিউটি কেয়ার এন্ড বুটিক্স (বিউটি পার্লার )মমতাজ মার্কেট(২য় তলা ) উত্তরা ঢাকা- ১২৩০ ।
লাভলী দিও
বিউটি এক্সপার্ট ( ইন্ডিয়া ও সিঙ্গাপুর ট্রেনিং প্রাপ্ত ) মোবাইল নং -০১৭১৮০৫৮৭৫৩