আচিক নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বারের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সেবাস্টিন রেমা। গতকাল ২৭ জুলাই এ উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়। তিনি ভূমি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সেবাস্টিন রেমা ২০তম বিসিএস এর প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি গারোদের মধ্য থেকে প্রথম জেলা প্রশাসক। গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি গারোদের মধ্যে প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তাও। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইউএনও ছিলেন।